পঞ্চ পাণ্ডব

বাংলা সাহিত্যে পঞ্চ পাণ্ডব
ত্রিশের দশকের বিশিষ্ঠ ৫ জন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাদের ৫ জনকে বাংলা সাহিত্যে পঞ্চ পান্ডব/ ত্রিশের কবি/কল্লোলের কবি বলা হয়। তারা হলেনঃ- ১.অমিয় চক্রবর্তী ২. বুদ্ধদেব বসু ৩. জীবনানন্দ দাশ ৪. বিষ্ণু দে ৫. সুধীন্দ্রনাথ দত্ত । তবে কল্লোল যুগের অপরাপর কবিগণ যেমন- কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, সঞ্জয় ভট্টাচর্য প্রমুখ অনেকেরই ভূমিকা কোন অংশে খাটো করে দেখবার উপায় নেই।
এই পাঁচজনকে মনে রাখার কৌশল-
আমি বিষ্ণুনন্দকে বুঝাচ্ছিলাম সুধী মানে ভালো বুদ্ধি।
আমি- অমিয় চক্রবর্তী
বিষ্ণু- বিষ্ণু দে
নন্দ- জীবনানন্দ দাশ
সুধী- সুধীন্দ্রনাথ দত্ত
বুদ্ধি- বুদ্ধদেব বসু

মহাভারতের পঞ্চপাণ্ডব
মহাভারত-এ বর্ণিত পান্ডুর পাঁচ পুত্রকে একত্রে পঞ্চ পাণ্ডব বলা। হয় এঁরা হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকূল, সহদেব। এঁরা পাঁচনেই ছিলেন দ্রৌপদীর স্বামী।

  • বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন প্রধান। এই পাঁচজন কবির নাম লিখুন। (৩৮তম বিসিএস লিখিত)

Add a Comment