বাংলা সাহিত্যের প্রথম থেকে প্রথম

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্যের প্রথম থেকে প্রথম
From Zakir’s BCS specials সৌজন্য: হাসনা হাসি
যখন পড়াশোনা করতাম তখন মোবাইলে এরকম অনেক ডাটা টাইপ করে রাখতাম যাতে বাসে টেম্পুতে বসে চোখ বুলাতে পারি..
ভাবলাম আপনাদের জন্যেও কিছু টাইপ করে দেই.. আপনারাও চোখ বুলালেন..

১. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন – চর্যাপদ
২. বাংলা ভাষার আদি কবি – লুইপা
৩. পদাবলির প্রথম কবি- চণ্ডীদাস
৪. বাংলা ভাষার প্রথম মহাকবি- বড়ু চণ্ডিদাস।
৫. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(অবাঙ্গালী) – ম্যানুয়েল দ্যা আসসুম্প সাও।
৬. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(বাঙ্গালী) – রাজা রামমোহন রায়।
৭. গদ্যে যতিচিহ্নের প্রথম সার্থক ব্যবহারকারী – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮. বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ- বেতালপঞ্চবিংশতি।
৯. প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচয়িতা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (অবাঙ্গালী) – চার্লস উইলকিন্স।
১১. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (বাঙ্গালী)- পঞ্চানন কর্মকার।
১২. প্রথম বাংলা সংবাদপত্র – সমাচার দর্পন
১৩. প্রথম বিজ্ঞানমনষ্ক লেখক- অক্ষয়কুমার দত্ত
১৪. প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবদ কাব্য।
১৫. প্রথম মৌলিক নাটক- ভদ্রার্জুন।
১৬. প্রথম রোমান্টিক কবি – বিহারীলাল চক্রবর্তী।
১৭. কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।
১৮. বাংলা ভাষার প্রথম ইসলামি গান ও গজল রচনাকারী – কাজী নজরুল ইসলাম।
১৯. এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী- রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্য)
২০. মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন – শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
২১. বাংলা ভাষার প্রথম মুসলমান কবি- শাহ মুহাম্মাদ সগীর।।
২২. প্রথম মুসলমান পুথি সংগ্রহকারী কবি- আব্দুল করিম সাহিত্য বিশারদ।
২৩. বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগকারী – মাইকেল মধুসূদন দত্ত।
২৪. বাংলা সাহিত্যে প্রথম চলিতরীতির সার্থক ব্যবহারকারী – প্রমথ চৌধুরী।
২৫. প্রথম বাংলা উপন্যাস রচয়িতা- প্যারীচাদ মিত্র।
২৬. প্রথম বাংলা উপন্যাস – আলালের ঘরের দুলাল।
২৭. প্রথম সার্থক উপন্যাস রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৮. প্রথম সার্থক বাংলা উপন্যাস- দুর্গেশনন্দিনী
২৯. প্রথম গণমুখী বাংলা নাটক- নীলদর্পণ।
৩০. প্রথম মুসলমান নাট্যকার – মীর মশাররফ হোসেন।
৩১. প্রথম মৌলিক ট্র‍্যাজেডি নাটক- কীর্তিবিলাস।
৩২. প্রথম সার্থক ট্র‍্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
৩৩. বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার – মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. প্রথম আধুনিক বাংলা নাটক- শর্মিষ্ঠা।
৩৫. বাংলা ভাষার প্রথম মহিলা কবি – চন্দ্রাবতী।
৩৬. বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী
৩৭. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই- কৃপাশাস্ত্রের অর্থভেদ।
৩৮. বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই- কথোপকথন।
৩৯. বাংলাদেশের মঞ্চায়িত প্রথম নাটক- বাকি ইতিহাস।

One Comment

Add a Comment