BCS-Solution

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর

সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয় এবং যথাসম্ভব সংঘোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়। অব্যয়গুলো সাধারণত- তবে, তবেই,তাই, আর-তাই, সুতরাং, তারপর, ফলে, সে জন্যই, এবং, ও, কিন্তু, বটে-কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন,

সরলঃ সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।
যোগিকঃ সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

সরলঃ গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধড়ে প্রাণ আসিল।
যৌগিকঃ গুহাটা হইতে বাহির আসিলাম, তবেই ধড়ে প্রাণ আসিল।

সরলঃ ঝুড়ি নেমে গড়ে ওঠা গুঁড়িই এখন রয়েছে।
যৌগিকঃ ঝুড়ি নেমে গুঁড়ি গড়ে ওঠেছে, আর তাই এখন রয়েছে।

সরলঃ আমি বর ছিলাম বলে বিবাহ সম্পর্কে আমার মত যাচাই অনাবশ্যক ছিল।
যৌগিকঃ আমি বর ছিলাম, সুতরাং বিবাহ সম্পর্কে আমার মত যাচাই অনাবশ্যক ছিল।

সরল বাক্যঃ তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।
যৌগিক বাক্য : তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।

সরল বাক্য:পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত।
যৌগিক বাক্যঃ এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

সরল বাক্য: আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
যৌগিক বাক্যঃ আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।

Exit mobile version