সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর

সরল বাক্যকে মিশ্র/জটিল বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে খণ্ডবাক্যে পরিণত করতে হয় এবং উভয়ের সংযোগ বিধানে সম্বন্ধসূচক(বটে-কিন্তু, যেই-সেই, বরঞ্চ-তথাপি, হয়-নয়,এত-যে, একে-তায়, যা-তা, যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যেমন-তেমন,যেইনা-অমনি, যেহেতু-সেহেতু/সেজন্য, যদি-তবে, যদি-তবু, এরূপ-যে-সে, যত-তত, যাই-তাই, যতক্ষণ-ততক্ষণ, সে-যে, যখন-তখন, যদিও, তাহলে, তাহা হইলে, … তাই, প্রভৃতি) পদের সাহায্যে উক্ত খণ্ডবাক্য প্রধান বাক্যটিকে পরস্পর সাপেক্ষ করতে হয় যথা-

সরলঃ ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই ।
জটিলঃ ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই।

সরলঃ কেবল লোভের উপভোগ আহরণ করাই তাহার একমাত্র প্রয়োজন।
জটিলঃ যাহা তাহার প্রয়োজন, তাহা হইল কেবল লোভের উপভোগ আহরণ করা।

সরল বাক্য : ভাল ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
মিশ্র বাক্যঃ যারা ভাল ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।

সরল বাক্য : তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম।
মিশ্র বাক্য : যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।

সরল বাক্য, ভিক্ষুককে দান কর।
মিশ্র বাক্য : যে ভিক্ষা চায়, তাকে দান কর।

Add a Comment