BCS-Solution

যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর

যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে
(১) বাক্যসমূহের একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয়।
(২) অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়।
(৩) অব্যয় পদ থাকলে তা বর্জন করতে হয়। অব্যয়গুলো সাধারণত- তবে, তবেই,তাই, আর-তাই, সুতরাং, তারপর, ফলে, সে জন্যই, এবং, ও, কিন্তু, বটে-কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতিকে বাদ দিতে হয়।
(৪) কোনো কোনো স্থলে একটি বাক্যকে হেতুবোধক বাক্যাংশে পরিণত করতে হয়। যথা :

যৌগিক বাক্যঃ সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
সরল বাক্যঃ সত্য কথা না বলে বিপদে পড়েছি।

যৌগিক বাক্যঃ তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
সরল বাক্যঃ তার বয়স হলেও বুদ্ধি হয়নি।

যৌগিক বাক্যঃ মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
সরল বাক্যঃ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

Exit mobile version