যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর

যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে
-যৌগিক বাক্যের যোজক পদ বাদ দিতে হবে।
-নিরপেক্ষ/স্বাধীন বাক্যাংশগুলোর প্রধান বাক্যাংশ ছাড়া বাকিগুলো সাপেক্ষ বাক্যাংশে পরিণত করতে হবে।
বটে-কিন্তু, যেই-সেই, বরঞ্চ-তথাপি, হয়-নয়,এত-যে, একে-তায়, যা-তা, যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যেমন-তেমন,যেইনা-অমনি, যেহেতু-সেহেতু/সেজন্য, যদি-তবে, যদি-তবু, এরূপ-যে-সে, যত-তত, যাই-তাই, যতক্ষণ-ততক্ষণ, সে-যে, যখন-তখন, যদিও, তাহলে, তাহা হইলে, … তাই, প্রভৃতি সম্বন্ধসূচক অব্যয় যোগ করতে হবে।

যৌগিক বাক্যঃ দোষ স্বীকার কর, তোমাকে কোনো শাস্তি দেব না।
মিশ্র বাক্যঃ যদি দোষ স্বীকার কর, তাহলে তো মাকে কোনো শাস্তি দেব না।

যৌগিক বাক্যঃ তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ।
মিশ্র বাক্যঃ যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ।

সাপেক্ষ অব্যয়ের সাহায্যেও যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে পরিবর্তন করা যায়। যথা :
যৌগিক বাক্য : এ গ্রামে একটি দরগাহ আছে, সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে।
মিশ্র বাক্য : এ গ্রামে যে দরগাহ আছে, সেটি পাঠানযুগে নির্মিত হয়েছে।

Add a Comment