BCS-Solution

বিপরীতার্থক শব্দ (ভ, ম, য)

শব্দ বিপরীত শব্দ
ভক্তি অভক্তি
ভদ্র ইতর
ভন্ড সাধু
ভয় সাহস
ভর্তি ঊন , খালি
ভাটা জোয়ার
ভাসা ডোবা
ভিতর বাহির
ভীরু নির্ভীক/ সাহসী
ভূত ভবিষ্যত
ভূমিকা উপসংহার
ভেদ অভেদ
ভোগ ত্যাগ
ভোতা ধারাল
মঙ্গল অমঙ্গল
মজবুত হালকা
মঞ্জুর নামঞ্জুর
মতৈক্য মতানৈক্য
মধুর কটু/তিক্ত
মনোনীত অমনোনীত
মসৃণ খসখসে
মহৎ নীচ/ হীন/ক্ষুদ্র
মহাজন খাতক
মহাত্মা দুরাত্মা
মান অপমান
মানানসই বেমানান
মান্য অমান্য/ঘৃণ্য
মিতব্যয়ী অমিতব্যয়ী
মিথ্যা সত্য
মিলন বিরহ
মুক্ত বন্দী
মুখ্য গৌণ
মূর্খ জ্ঞানী
মূর্ত বিমূর্ত
মৃদু তীব্র
মেঘ রৌদ্র/ ফরসা
মৌখিক লিখিত
মৌন মুখর
মৌলিক যৌগিক
যতি সংযতী
যত্ন অযত্ন
যশ অপযশ/ নিন্দা
যাযাবর স্থায়ী
যুক্ত বিযুক্ত
যুগল একক
যুদ্ধ শান্তি
যোগ বিয়োগ
যোগ্য অযোগ্য
যোজক প্রণালী/বিয়োজক
যোজন বিয়োজন
যৌথ একক
যৌবন বার্ধক্য
Exit mobile version