বাক্য সংকোচন(হ)

হঠাৎ থেমে যাওয়া- থমকান
হত্যা করার ইচ্ছা – জিঘাংসা
হত্যা করে যে- হন্তারক
হত্য করতে ইচ্ছুক – জিঘাংসু
হরণ করার ইচ্ছা- জিহীর্ষা
হরণ করিতে ইচ্ছুক- জিহীর্ষু
হরিণের চর্মের আসন- অজিনাসন
হরিণের চামড়া- অজিন
হরেকরকম কন্ঠস্বর সহ বলে যে- হররোলা
হর্ষে সঙ্গে বর্তমান- সহর্ষ
হস্তীর চারণভূমি – প্রচার
হস্তী আরোহী সৈন্যদল- গজানীক
হস্তী তাড়ানের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড – অঙ্কুশ
হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের সমাহার – চতুরঙ্গ
হাতির ডাক – বৃংহতি/ বৃংহণ
হাতির পিঠে আরোহী বসার স্থান- হাওদা
হাতির বাসস্থান – পিলখানা, বারী
হাতির শাবক (বাচ্চা)- করভ
হাতি ধরা ফাঁদ- খেদা
হাতি বাঁধার রজ্জু- আন্দু
হাতের কজি- মণিবন্ধ
হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ- প্রকোষ্ঠ
হাতের চতুর্থ আঙুল- অনামিকা
হাতের তৃতীয় আঙুল- মধ্যমা
হাতের তেলো বা তালু- করতল
হাতের দ্বিতীয় আঙুল -তর্জনী
হাতের পঞ্চম আঙুল- কনিষ্ঠা
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল)- অঙ্গুষ্ঠ
হিংসার ভাব- হিংস্রতা
হিত ইচ্ছা করে যে- হিতৈষী
হিত সাধন করার ইচ্ছা- হিতৈষিতা
হিরণ্য দ্বারা নির্মিত- হিরন্ময়
হৃদয়ের পক্ষে প্রীতিকর- হৃদ্য
হৃদয় বিদীর্ণ করে যাহা- হৃদয়বিদারী
হেমন্তকালে উৎপন্ন ফসল- হৈমন্তিক

Add a Comment