বাক্য সংকোচন(ব-১)

বকের মতো কপট ধার্মিক- বকধার্মিক
বক্তৃতাদানে পটু যিনি – বাগ্মী
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে- পরিবেদন
বনের অগ্নি – দাবানল, দাবাগ্নি
বনে প্রতিপালিত- বুনো
বনে প্রতিপালিত- বুনো
বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য- চাঁদমারি
বপন করা হয়েছে – উপ্ত
বমন করিবার ইচ্ছা – বিবমিষা
বয়ষ্ক লোকের ভাব- জ্যাঠামি
বয়সে সবচেয়ে ছোটো যে- কনিষ্ঠ
বয়সে সবচেয়ে বড়ো যে- জ্যেষ্ঠ
বরণের যোগ্য যিনি- বরেণ্য
বরণ করা হইয়াছে এমন- ব্রত
বরণ করিবার যোগ্য – বরেণ্য, বরণীয়
বর্ণনা করা যায় না যা – অবর্ণনীয়
বর্ণমালার ক্রম রক্ষা করে- বর্ণানুক্রমিক
বর্ণ চুরি করে যে- বর্ণচোরা
বর্ষের শেষে আয়-ব্যয়ের প্রতিবেদন- সালতামামি
বলতে ইচ্ছা করা হইয়াছে এমন – বিবক্ষিত
বলা হতে যাচ্ছে বা হবে- বক্ষ্যমাণ
বলা হয়েছে যা- উক্ত
বলিতে ইচ্ছুক – বিবক্ষু
বসন আলগা যার – অসংবৃত
বস্ত্র কিংবা পত্রের শব্দ- মর্মর
বহিয়া যাইতেছে এমন- বহতা
বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা -মাধুকরী/মধুকরী
বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রাহক – মাধুকর
বহু দেখেছে যে ভূয়োদর্শী- বহুদর্শী
বহু প্রচলিত উক্তি- প্রবচন
বাঁধা হয়েছে যা- নিবন্ধ
বাক্য দ্বারা দত্তা – বাগদত্তা
বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয়- অন্যপূর্বা
বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয়- অন্যপূর্বা
বাঘের চামড়া – কৃত্তি
বাঘের ডাক- হুংকার
বাতাসের অনুকূলে- অনুবাত
বাতাসে উড়ে যায় এমন- উদ্বায়ী
বাতাসে (ক-তে) চরে যে- কপোত
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার
বালকত্ব কাটেনি যার- নাবালক
বালুকাময় ভূমি – বেলাভূমি
বাস্তু হতে উৎখাত হয়েছে যে- উদ্বাস্তু
বাস করার ইচ্ছা- বিবৎসা

Add a Comment