BCS-Solution

বাক্য রূপান্তর

অর্থের কোনোরূপ রূপান্তর না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করার নামই বাক্য রূপান্তর।

গঠনগত রূপান্তরঃ
(ক) সরল থেকে যৌগিক
(খ) সরল থেকে জটিল
(গ) যৌগিক থেকে সরল
(ঘ) যৌগিক থেকে জটিল
(ঙ) জটিল থেকে সরল
(চ) জটিল থেকে যৌগিক

ভাবগত রূপান্তরঃ
অস্তি -> নেতি
নেতি -> অস্তি
নির্দেশাত্মক -> প্রশ্নবোধক

Exit mobile version