বাংলা ও সংস্কৃত উপসর্গ

আ, সু, বি, নি– এই চারটি উপসর্গ তৎসম ও বাংলা উভয় উপসর্গ হিসেবেই ব্যবহৃত হয়। রূপের বদল না হলেও এই চারটি উপসর্গকে বাংলা উপসর্গ বলার কারণ, তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে তৎসম উপসর্গ আর তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের সঙ্গে ব্যবহৃত হলে সেই উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়। তাই এই উপসর্গগুলো যখন তদ্ভব শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, তখন এগুলোকে বলা হয় বাংলা উপসর্গ। আর যখন তৎসম শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, তখন বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। যেমন, ‘আলুনি’তে আ বাংলা উপসর্গ, আর ‘আকণ্ঠ’তে আ সংষ্কৃত বা তৎসম উপসর্গ।

বাংলা
আ – আগাছা, আধোয়া, আলুনি
সু – সুদিন, সুনাম, সুনজর
বি – বিফল, বিপদ
নি – নিলাজ, নিখোঁজ, নিখুঁত, নিরেট
সংস্কৃত
আ – আকণ্ঠ, আগমন
সু – সুনীল, সুদর্শন
বি – বিশুদ্ধ, বিবর্ণ, বিজ্ঞান
নি – নিষ্কাম, নিবৃত্তি, নির্দয়

Add a Comment