নিপাতনে সিদ্ধ সন্ধি

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

কতগুলাে সন্ধি কোনাে নিয়ম অনুসারে হয় না, এগুলােকে নিপাতনে সিদ্ধ বলে। যথা–
কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
গাে + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
প্র + উ = প্রৌঢ় (প্রােঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
আ+ চর্য = আশ্চর্য,
গো + পদ = গোষ্পদ,
বন্ + পতি = বনস্পতি;
বৃহৎ + পতি = বৃহস্পতি,
তৎ + কর = তস্কর,
পর্ + পর = পরস্পর (৩১, ২৭তম বিসিএস প্রিলিমিনারি) ,
মনস্ + ঈষা = মনীষা,
ষট্ + দশ = ষাড়োশ
এক + দশ =একাদশ,
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
পরি+কার=পরিস্কার,
হরি+চন্দ্র= হরিশ্চন্দ্র,
দিব্+লোক = দ্যুলোক (১৫তম বিসিএস প্রিলিমিনারি) ইত্যাদি।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ
বাচঃ + পতি = বাচস্পতি,
ভাঃ + কর = ভাস্কর,
অহঃ + নিশা= অহর্নিশ,
অহঃ+রাত্র=অহোরাত্র

Add a Comment