জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর

জটিল/মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে মিশ্র বাক্যের খণ্ডবাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হয়। সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরে যে অব্যয়গুলো প্রয়োজন হয়, সেগুলো লোপ পাবে। যথা

জটিলঃ আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি।
সরলঃ তোমাকে দেওয়ার মত আমার কিছু নেই।

জটিলঃ অনেকের যদিও নিবাস থাকে আমার তা নেই।
সরলঃ অনেকের নিবাস থাকলেও আমার নেই।

জটিলঃ যদিও সে ধনবান, তবুও কাঙালের মত আচরণ।
সরলঃ সে ধনবান হওয়া সত্ত্বেও কাঙালের মত আচরণ করে।

মিশ্র বাক্য: যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে।
সরল বাক্য :’ বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।

মিশ্র বাক্যঃ যত দিন জীবিত থাকব, তত দিন এ ঋণ স্বীকার করব।
সরল বাক্য: আজীবন এ ঋণ স্বীকার করব।

মিশ্র বাক্য : যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান।
সরল বাক্য : মাংসভোজী পশু অত্যন্ত বলবান।

Add a Comment