‘ইক’ প্রত্যয়

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

মূল শব্দের সাথে ‘ইক’ প্রত্যয় যুক্ত হলে, আদি স্বরে গুণ ও বৃদ্ধি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রারম্ভিক ‘অ’ পরিবর্তিত হয়ে আ-কার হয়। অর্থাৎ আদি স্বরে বৃদ্ধি ঘটে। এভাবে গঠিত পদগুলো বিশেষণ হয়। প্রত্যয়টির দুটি রূপ একটি ‘ষ্ণিক’ অপরটির ‘ঠক্‌’।

ইক(ঠক্‌) এর উদারহরণ হলো-
অণুবীক্ষণ + ইক (ঠক্)=আণবিক
অন্তঃপুর + ইক (ঠক্) =অন্তঃপুরিক

ষ্ণিক (ইক)-প্রত্যয়।
(ক) দক্ষ বা বেত্তা অর্থে : সাহিত্য +ষ্ণিক = সাহিত্যিক, বেদ+ষ্ণিক=বৈদিক, বিজ্ঞান+ষ্ণিক=বৈজ্ঞানিক।
(খ) বিষয়ক অর্থে : সমুদ্র+ষ্ণিক=সামুদ্রিক, নগর-নাগরিক, মাস-মাসিক, ধর্ম-ধার্মিক, সমর-সামরিক, সমাজ-সামাজিক।
(গ) বিশেষণ গঠনে : হেমন্ত +ষ্ণিক=হৈমন্তিক, অকস্মাৎ+ষ্ণিক=আকস্মিক।

ব্যতিক্রম: ক্ষণ> ক্ষণিক, গ্রন্থাগার> গ্রন্থাগারিক, শ্রম> শ্রমিক, রস> রসিক, রবি> রৈবিক, পথ> পথিক, মাস>মাসিক ইত্যাদি।

আরও কিছু উদাহরণঃ
অক্ষর>আক্ষরিক, অঙ্গ>আঙ্গিক, অনুপূর্ব> আনুপূর্বিক, অনুষঙ্গ>আনুষঙ্গিক, অনুষ্ঠান> আনুষ্ঠানিক, অর্থনীতি> আর্থনীতিক, অর্থ>আর্থিক, অহ্ন> আহ্নিক, উদর>ঔদরিক, তত্ত্ব> তাত্ত্বিক, তথ্য> তাথ্যিক, দর্শন> দার্শনিক, দিন>দৈনিক, ধর্ম>ধার্মিক, নৌ>নাবিক, পরমার্থ>পারমার্থিক, পরলোক>পারলৌকিক, পরস্পর>পারস্পরিক, পরিভাষা> পারিভাষিক, প্রকৃত>প্রাকৃতিক, প্রত্যহ> প্রাত্যাহিক, প্রদেশ>প্রাদেশিক, প্রবন্ধ> প্রাবন্ধিক, প্রশাসন>প্রাশাসনিক, প্রসঙ্গ>প্রাসঙ্গিক, প্রয়োগ> প্রায়োগিক, বর্ষ>বার্ষিক, বেদ>বৈদিক, বৎসর>বাৎসরিক, মধ্যম> মাধ্যমিক, মুখ>মৌখিক, যোগ>যৌগিক, শরীর> শারীরিক, (৩৩তম বিসিএস প্রিলিমিনারি) সংবাদ>সাংবাদিক, সংস্কৃত>সাংস্কৃতিক, সত্ত্ব> সাত্ত্বিক, সপ্তাহ>সাপ্তাহিক, সমসময়> সামসময়িক, সম্প্রদায়>সাম্প্রদায়িক, সময়>সাময়িক, সেনা>সৈনিক, স্মরণ> স্মারণিক।

Add a Comment