বাগধারা চ
|চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন= নিঃসন্দেহ হওয়া।
চক্ষু দান করা = চুরি করা ।
চক্ষের পুতুল= আদরের ধন।
চটকের মাংস= সামান্য জিনিস।
চতুর্ভূজ হওয়া= উৎফুল্ল হওয়া।
চর্বিত চর্বন= পুনরাবৃত্তি।
চশমখোর= সম্পূর্ণ বেহায়া।
চাটিবাটি গুটান = বাস্তু ত্যাগ করা ।
চাঁদের হাট=আত্মীয় সমাগম। (২১তম বিসিএস প্রিলিমিনারি)
চাল না চুলো ঢেঁকি না কুলো = নিতান্ত নিঃশ্ব।
চিনির পুতুল = যে অল্প পরিশ্রমে ভেঙ্গে পড়ে।
চিনির বলদ = ভারবাহী কিন্তু ফল্ভোগী নয় ।
চিনে জোঁক= নাছোড়বান্দা।
চিত্রগুপ্তের খাতা – কপালের ভবিষৎ ফলাফলের নির্ভুল হিসাব/ মানুষের পাপপুণ্য এর নির্ভূল হিসাব।
চুলায় দেওয়া = সর্বনাশ করা ।
চুল পাকানো = অভিজ্ঞতা সঞ্চয় করা ।
চূড়ার উপর ময়ূর পাখা = ভালর উপর ভাল ।
চেটেনেটে= কম বয়সী বধু।
চোখের নেশা = রূপের মোহ ।
চোখের বালি = অদৃশ্য বিপদের আশঙ্কা ।
চোখে ধোয়া দেখা = হতভম্ব হওয়া ।
চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।
চোদ্দবুড়ি= প্রচুর।
চোরের মায়ের কান্না = যে বেদনা কাউকে জানানো যায় না ।
চড়কগাছ= অত্যন্ত দীর্ঘকায়।
চড় মেরে গড় করা= আগে অপমান করে শেষে সম্মান।
👉 Read More...👇