বাক্য সংকোচন(ম)
|মক্ষিকাও প্রবেশ করিতে পারে না যেখানে – নির্মক্ষিক
মধু পান করে যে – মধুপ
মনুষ্য জাতির কল্যাণ- লোকহিত
মনের ভাব- মানসিক
মনে জন্মে যা- মনোজ
মনে মনে করা অঙ্ক- মানসাঙ্ক
মন্ত্রীর সদৃশ- উপমন্ত্রী
মন হরণ করে যা- মনোহর
মন হরণ করে যে নারী- মনোহারিণী
ময়ূরের ডাক – কেকা
মরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করা হইবে এমন প্রতিজ্ঞা সম্বলিত- মরণপণ
মরতে বসেছে যে – মুমূর্ষু, মরণাপন্ন
মরার মতো- মৃতবৎ
মরিবেই যাহা- মরণশীল, নশ্বর
মরুভূমিতে যে বালুঝড় বহে – মরুঝড়/ সাইমুম
মরুভূমির মধ্যে কদাচিৎ দৃষ্ট বৃক্ষ ও বারিপূর্ণ স্থান – মরুদ্যান
মর্মকে পীড়া দেয় যা- মর্মন্তুদ, মর্মান্তিক
মর্মকে স্পর্শ করে এমন- মর্মস্পর্শী
মর্মভেদ করিয়া যায় যাহা- মর্মভেদী
মস্তকের আচ্ছাদন- মাথাল
মহাকাব্যের অধ্যায়- সর্গ
মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন- উপাবৃত্ত
মাটি দিয়ে শিল্পকর্ম করে যে- মৃৎশিল্পী
মাটি ভেদ করে ওঠে যা- উদ্ভিদ
মাথা পেতে নেয়ার যোগ্য- শিরোধার্য
মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া- প্রত্যুৎগমন
মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া -অনুব্রজন
মান- সম্মান প্রাপ্তির যোগ্য- মাননীয়
মায়াবলে নির্মিত যে মৃগসমূহ বিপদের কারণ- মায়ামৃগ
মায়া (ছল) জানে না যে- অমায়িক
মাসের শেষ দিন- সংক্রান্তি
মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন- অভিসার
মুক্তি পেতে ইচ্ছুক- মুমুক্ষু/ মুক্তিকামী
মুত্তিকার দ্বারা নির্মিত – মৃন্ময়
মুগ্ধ করা হইয়াছে এমন- মোহিত
মুগ্ধ বা মনোহর করে যে- মোহিনী
মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়- মুষ্টিমেয়
মূর্তির ন্যায় যা – প্রতিমূর্তি
মূর্তির ন্যায় যা- প্রতিমূর্তি
মূল রোগে আনুষঙ্গিক অন্য রোগ- উপসর্গ
মৃগ চলাচলের রাস্তা- মার্গ
মৃতকে পুনর্জীবিত করা হয় যাহা দ্বারা – মৃতসঞ্জীবনী
মৃতের মতোঅবস্থা যার -মুমূর্ষ
মৃত্তিকা দ্বারা নির্মিত- মৃন্ময়
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে- ভাগাড়
মৃত বা মারা গিয়াছে পত্নী যাহার – মৃতদার
মৃত সন্তান প্রসব করে যে রমণী- মৃতবৎসা, মড়ন্তে
মোরগের ডাক- শকুনিবাদ
ময়ূরের ডাক- কেকা