বাক্য সংকোচন(ব-২)
|বিচার করে কাজ করে না যে- অবিমৃষ্যকারী
বিজয় লাভের ইচ্ছা- বিজিগীষা
বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি- বৈজ্ঞানিক
বিড়ালের ডাক – জিবন
বিদায় হইয়া যাইতেছে এমন- বিদায়ী
বিদীর্ণ করিয়া ফেলে এমন- বিদারী
বিদেশে থাকে যে- প্রবাসী
বিদ্যা আছে যার- বিদ্বান
বিধিকে অতিক্রম না করে- যথাবিধি
বিবাদ করিতেছে এমন- বিবদমান
বিভিন্ন দিক জয় করেছেন যিনি- দিগ্বিজয়ী
বিরাজ করিতেছে এমন- বিরাজমান
বিলাপ করতেছে যে- বিলাপকারী
বিশেষভাবে দর্শন – বীক্ষণ
বিশেষ খ্যাতি আছে যার- বিখ্যাত
বিশ্বকে গ্রাস করিতে চাহে এমন- বিশ্বগ্রাসী
বিশ্বকে জয় করেছে যে- বিশ্বজিৎ
বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন
বিষ্ণুর চক্র – সুদর্শন
বিসংবাদ নেই যার – অবিসংবাদিত
বিহায়সে (আকাশ) বিচরণ করে যে- বিহগ/বিহঙ্গ
বীজ বপনের উপযুক্ত সময় – জো
বীণার শব্দ – ঝঙ্কার/ নিক্কণ
বীণা পাণিতে যার- বীণাপাণি
বীরের গর্জন- হুঙ্কার
বীরের ভাব- বীরত্ব
বীর সন্তান প্রসব করে যে- বীরপ্রসূ
বুকে হেঁটে গমন করে যে – উরগ
বৃদ্ধি পাওয়া যার স্বভাব- বর্ধিষ্ণু
বৃষ্টির জল- শীকর
বৃহৎ অরণ্য – অরণ্যানী
বেঁচে থাকার ইচ্ছা- জিজীবিষা
বেদ- বেদান্ত জানেন যিনি- বৈদান্তিক
বেলাকে অতিক্রান্ত – উদ্বেল
বেশি কথা বলে যে- বাচাল
বোধ নেই যার- অবোধ/নির্বোধ
ব্যয় করিতে কুণ্ঠবোধ করে যে- ব্যয়কুণ্ঠ
ব্যাকরণ জানেন যিনি – বৈয়াকরণ
ব্যাঙের ডাকের শব্দ- মকমকি
বয়ষ্ক লোকের ভাব- জ্যাঠামি
বয়সে সবচেয়ে ছোটো যে- কনিষ্ঠ
বয়সে সবচেয়ে বড়ো যে- জ্যেষ্ঠ