বাক্য সংকোচন(ছ, জ)
|ছন্দে নিপুণ যিনি- ছান্দসিক
ছয় মাস অন্তর- ষাণ্মাসিক
ছলপূর্ণ উক্তি- ব্যাজোক্তি
ছল (ছলনা) করিয়া কান্না- মায়াকান্না
ছায়া প্রধান তরু- ছায়াতরু
ছিন্ন বস্ত্র- চীর
ছুটছে যা- ছুটন্ত
ছুতারের বৃত্তি- তক্ষণ
ছেদনের যোগ্য- ছেদ্য
ছেলে ধরে যে- ছেলাধরা
ছোট ছোট গল্প- গল্পসল্প
জগৎ জুড়িয়া ব্যাপ্ত আছেন যিনি – জগন্ময়
জজের বৃত্তি – জজিয়াতী
জটা আছে যার- জটাধর
জনবহুল স্থান- জনাকীর্ণ
জনবিরল বিশাল প্রান্তর – তেপান্তর
জনরব শুনিয়া আসিয়া হাজির হয় যে – রবাহূত
জন্ম থেকে অন্ধ- জন্মান্ধ
জন্ম নেই যার- অজ
জন্ম হইতেই দুঃখী- জন্ম- দুঃখী
জয়লাভ করার ইচ্ছা – জিগীষা
জয়ের জন্য যে উৎসব- জয়ন্তী
জয় করতে ইচ্ছুক- জিগীষু
জয় করা কঠিন এমন – দুর্জয়
জলপানের জন্য দেয় অর্থ- জলপানি (বৃত্তি)
জলবহুল স্থান- অনুপ, জলা
জলেও চরে স্থলেও চলে- উভচর
জলে চরে যে- জলচর
জলে জন্মে যার- জলজ
জলে ডুবিয়া নিমজ্জিত সম্পদ উদ্ধার করে যে- ডুবুরি
জল দেখিলে রোগী আতঙ্কিত হয় যে রোগে- জলাতঙ্ক
জাগিয়া রহিয়াছে এমন- জাগন্ত, জাগরুক
জানতে ইচ্ছুক- জিজ্ঞাসু
জানবার ইচ্ছা- জিজ্ঞাসা
জানায় যে- জ্ঞাপক
জানার ইচ্ছা- জিজ্ঞাসা
জানা উচিত- জ্ঞাতব্য, জ্ঞেয়
জানা যায় না যা- অজ্ঞেয়
জানু পর্যন্ত লম্বিত- আজানুলম্বিত
জানু পর্যন্ত- আজানু
জানে এমন- জ্ঞাত, জ্ঞাতা
জায়া ও পতি- দম্পতি
জাহাজের খালসী – লস্কর, লশকর
জীবন পর্যন্ত- আজীবন
জীবিত থেকেও মৃতের মতো- জীবন্মৃত
জেনেও যে পাপ করে- জ্ঞানপাপী
জ্ঞানের সঙ্গে বিদ্যমান- সজ্ঞান
জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা- জ্ঞানেন্দিয়
জ্বলছে যে অর্চি (শিখা)- জ্বলদর্চি
জ্বলজ্বল করছে এমন- জাজ্বল্যমান
জয়লাভ করার ইচ্ছা- জিগীষা