বাক্য সংকোচন(এ)
|এঁটেল ও বেলেমাটির মিশ্রণ- দোআঁশ
এইমাত্র জন্ম যার- সদ্যোজাত
একই কালে বর্তমান- সমকালীন
একই গুরুর শিষ্য – সতীর্থ
একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার- নিবিষ্টচিত্ত
একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার- একাগ্রচিত্ত
একই মাতার উদরে জাত যে- সহোদর
একই সঙ্গে- যুগপৎ
একই সময়ে বর্তমান- সমসাময়িক
একই স্বামীর পত্নী যাহারা- সপত্নী
একদিকে গোঁ যার- একগুঁয়ে
একবার শুনলেই যার মনে থাকে- শ্রুতিধর
একবার সন্তান প্রসব করেন যিনি- কাকবন্ধ্যা
একশত পঞ্চাশ বছর- সার্ধশতবর্ষ
একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে- যাযাবর
একাগ্রভাবে মনোযোগ- অভিনিবেশ
এক তানবিশিষ্ট- ঐকতান
এক তারযুক্ত বাদ্যযন্ত্র- একতারা, গোপীযন্ত্র
এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে
এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা- অধ্যাস
এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ- বুকনি
এক মতের ভাব- ঐকমত্য
এক মনুর(মানুষ) শাসন শেষে অন্য মনুর শাসন কালান্তর – মন্বন্তর
এক যুগের সারা(শেষ) অন্য যুগের শুরু- যুগসন্ধি
এখনও যার শত্রু জন্ময় নি- অজাতশত্রু
এখন বশে আসিয়াছে এমন- বশীভূত
এখন ভস্মে পরিণত হয়েছে- ভস্মীভূত