বাক্য সংকোচন(ঈ)
|ঈশন কোণ- ঐশানী
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
ঈশ্বরের জন্যে ব্যাকুল সাধক গায়ক – বাউল
ঈশ্বরের ভাব – ঐশ্বর্য
ঈশ্বরে যার বিশ্বাস আছে- আস্তিক
ঈশ্বরে যার বিশ্বাস নেই- নাস্তিক
ঈশ্বর বিষয়ক- ঐশ্বরিক
ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার- আঁষটে
ঈষৎ উষ্ণ – কবোষ্ণ
ঈষৎ কম্পিত – আধুত
ঈষৎ কাঁচা- দরকাঁচা
ঈষৎ কৃষ্ণ- কালচে
ঈষৎ চঞ্চল- আলোল
ঈষৎ নীলবর্ণ- নীলাভ
ঈষৎ নীলভবিষিষ্ট- অনীল
ঈষৎ পরিমান উষ্ণ যাহা- ঈষদুষ্ণ
ঈষৎ পাংশু বর্ণ – কয়লা
ঈষৎ পাকা- দরপাকা
ঈষৎ পাগলামি যার- পাগলাটে
ঈষৎ পাণ্ডুবর্ণ – ধূসর
ঈষৎ পীতবর্ণ- পীতাভ/আপীত
ঈষৎ বক্র – বঙ্কিম
ঈষৎ মধুর- আমধুর
ঈষৎ রক্তবর্ণ- আরক্ত
ঈষৎ রুগ্ন- রোগাটে
ঈষৎ শিক্ষিত- শিক্ষিতকল্প
ঈষৎ হাস্য- স্মিত