BCS-Solution

দ্বিগু সমাস

Bangla byakoron Somas

Bangla byakoron Somas

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। (২৫তম বিসিএস প্রিলিমিনারি) দ্বিগু সমাসে সমাসনিস্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল, চৌরাস্তার সমাহার = চৌরাস্তা, তিন মাথার সমাহার = তেমাথা, শত অব্দের সমাহার-শতাব্দী, পঞ্চবটের সমাহারপঞ্চবটী, ত্রি (তিন) পদের সমাহার-ত্রিপদী ইত্যাদি। এরুপ-অষ্টধাতু, চতুর্ভূজ, চতুরঙ্গ, ত্রিমােহিনী, তের নদী, পঞ্চভূত, সাতসমূদ্র ইত্যাদি।

দ্বিগু শব্দটির আক্ষরিক অর্থ হল ‘দুটি গরু’ কিন্তু ব্যাকরণ সম্মত অর্থ হল ‘দুটি গরুর মূল্যে কেনা। যথাঃ দুইটি(দ্বি) গৌ(গরু) এর সমষ্টি = দ্বিগু অনুরূপভাবে পঞ্চ (পাঁচটি) গো দ্বারা ক্রীত = পঞ্চগু।

কখনও কখনও সমস্ত পদ আ, ই, উ কারান্ত হয় যেমন- তিন ফলের সমাহার= ত্রিফলা, শত অব্দের(বছরের) সমাহার = শতাব্দী, ত্রি পদের সমাহার = ত্রিপদী, পঞ্চ (পাঁচটি) গো দ্বারা ক্রীত = পঞ্চগু। পঞ্চ বটের সমাহার = পঞ্চবটী।

কিন্তু, পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ( নদী হবে না)।

Exit mobile version