চন্দ্রবিন্দু বিশিষ্ট সমোচ্চারিত শব্দ
|আঁধার – অন্ধকার আধার – পাত্র
কাঁচা – অপরিপক্ব কাচা – পরিষ্কার বা ধোয়া
কাঁটা – কণ্টক কাটা – কর্তন করা
কাঁদা – ক্রন্দন কাদা – কদৃম
গাঁথা – নির্মাণ করা, রচনা করা গাথা – শ্লোক ,পদ্য
গাঁ – গ্রাম গা– দেহ
গোঁড়া – অন্ধ ভক্ত গোড়া – মূল অংশ
ঘাঁটি – কেন্দ্র, আস্তানা ঘাটি – পাটনি
ছাঁট – টুকরো অংশ ছাট – বৃষ্টির টুকরা
ছাঁদ – আকৃতি বা গঠন ছাদ – ছাত
ছোঁড়া – ছোকরা ছোড়া – বড়ো ছুরি
দাঁড়ি – যতি দাড়ি – শ্মশ্রু দ্বারী -প্রহরী
ধোঁয়া – ধুম ধোয়া – ধৌত করা
পুঁতি – ছিদ্রযুক্ত কাঁচের টুকরো বিশেষ যা দিয়ে মালা বা হার তৈরি করা হয় পুতি – পৌত্র
ফাঁড়া – বিপদ ফাড়া – ছেড়া
বঁধু – বন্ধু বধূ – বউ
বাঁক– মোড়গের ডাক বাক – বাক্য বা কথা
বাঁধা – বন্ধন, বন্ধক বাধা – বারণ
বেঁড়ে – লেজ কাটা, খাটো বেড়ে– অতি উত্তম
ভাঁড় – বিদূষক/ হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক ভার – বোঝা
হাঁড়ি – পাত্র হাড়ি – নিম্ন বর্ণের হিন্দু