একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৩

কান
শ্রবণ অঙ্গ অর্থে – নোভা কানে দুল পরেছে।
বধির অর্থে – লোকটি কানে শোনে না।
কর্ণগোচর অর্থে – কথাটা বড়ো সাহেবের কানে পৌঁছেছে।
মনোযোগ অর্থে – আমার কথায় কান দাও।
প্রকাশ অর্থে – কথাটা পাঁচ কান করো না।
নির্লজ্জ অর্থে – সানের মতো দুকান কাটা লোক আর দেখিনি।
আড়ি দেওয়া অর্থে – কারো কথায় কান পাতা ঠিক নয়।

কাল
সময় অর্থে – তাকে দেখতে চাইলে আর কালক্ষেপণ করা ঠিক হবে না।
আগামীদিন, গতদিন অর্থে – আমি আগামীকাল বাড়ি যাব।
অবস্থা অর্থে – এখন শৈশবকালের কথাই বেশি মনে পড়ে।
সর্বনাশের কারণ অর্থে – রাজনীতিই তার জন্য কাল হয়ে এল।
মৃত্যু অর্থে – ভয়াবহ এইডস মানুষের জন্য কাল হয়ে এসেছে।

কর্ম
কাজ অর্থে – কর্মের নেশায় সে পাগল হয়ে উঠেছে।
অদৃষ্ট অর্থে – কর্মফলকে অস্বীকার করবে কি করে?
পেশা অর্থে – এ কর্মে তার মন ভরছে না।
কর্তব্য অর্থে – কর্মই ধর্ম, কর্মই মুক্তি।
অনুষ্ঠান অর্থে – বিবাহের ক্রিয়াকর্মে অনেক টাকার প্রয়োজন।
সামর্থ্য অর্থে – ছেলেটি কোন কর্মের নয়।

কাটা
ক্ষত অর্থে – কাটা ঘায়ে আর নুনের ছিটা দিও না।
নষ্ট অর্থে – পোকায় কাটা বইগুলো আর পড়ার মতো নেই।
চুরি অর্থে – পরের গাঁট কাটা ওর স্বভাব।
ছোবল অর্থে – সাপে কাটা লোকটিকে সবাই দেখতে এসেছে।
ছন্দপতন অর্থে – তালকাটা গান শুনতে ভালো লাগে নাকি?
খন্ডিত করা অর্থে – আমগুলো কেটে আন।
অপমানিত হওয়া অর্থে – তার আচার অর্থে – আচরণ দেখে লজ্জায় আমার মাথা কাটা গেল।
সাঁতার কাটা অর্থে – কতদিন হয় নদীতে সাঁতার কাটি না।
খনন করা অর্থে – পুকুর কেটে মাছের চাষ কর।
বাজারে চলন অর্থে – বইমেলায় নির্মলেন্দু গুণের বইয়ের বেশ কাটতি।
লজ্জিত হওয়া অর্থে – তোমাকে জিভ কাটতে দেখেই বুঝে ফেলেছি যে তুমি লজ্জা পেয়েছ।

কান্ড
গাছের অংশ অর্থে – বট গাছের বিশাল কান্ড থাকে।
সাধারণ বিবেচনা অর্থে – কান্ডজ্ঞান থাকলে কি সে একাজ করে?
অধ্যায় অর্থে – উপন্যাসটি কয়েক কান্ডে বিভক্ত।
বিষয় অর্থে – ছেলেদের কান্ড দেখে অবাক না হয়ে পারলাম না।
ব্যাপার অর্থে – কি কান্ড বলতো দেখি?

খাওয়া
ভোজন অর্থে – আমার খাওয়া হয়েছে।
ঘুষ অর্থে – মনির সাহেবকে সবাই টাকা খাওয়া অফিসার হিসেবেই চেনে।
বাধা অর্থে – কাজের শুরুতেই ধাক্কা খাওয়া ভালো লক্ষণ নয়।
দিব্যি অর্থে – মাথা খাও, এখন যেও না।
তিরস্কার অর্থে – শিক্ষকের কাছে ধমক খাওয়া বিথুর নিত্যদিনের অভ্যাস।
মানিয়ে চলা অর্থে – সংসারে সবার সাথে খাপ খাইয়ে চলতে হয়।

Add a Comment