একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ২

কর
হাত অর্থে – তোমার কর স্পর্শ করে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, তা আমি রক্ষা করব।
খাজনা অর্থে – সরকারের রাজস্ব আয়ের একটি বিরাট অংশ কর থেকে আসে।
কিরণ অর্থে – আজি এ প্রভাতে রবির কর।
হাতির শুঁড় অর্থে অর্থে – করীর আঘাতে ছোট ছেলেটির অকাল মৃত্যু হলো।
করা অর্থে – আর দেরি না করে কাজটি করে ফেল।

কথা
উক্তি অর্থে – রবীন্দ্রনাথের কথা, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’
তর্ক অর্থে – এই ব্যাপারে পক্ষে অর্থে – বিপক্ষে অনেক কথা হয়েছে।
প্রতিশ্রুতি অর্থে – তোমাকে আমি কথা দিলাম।
প্রস্তাব অর্থে – তোমার কথায় আমি রাজি।
তিরস্কার অর্থে – পড়া না পারায় স্যারের কাছে কথা শুনতে হলো।
প্রসঙ্গক্রমে অর্থে – কথায় কথায় তোমার নামটি এসে গেল।
অঙ্গীকার) অর্থে – কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না।
উপদেশ অর্থে – জ্ঞানী অর্থে – গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত।
অনুরোধ অর্থে – আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়।
প্রসঙ্গ অর্থে – কাজের কথা বললেই তুমি চুপ করে থাক।
অনুরোধ অর্থে – আশা করি আমার কথা রাখবেন।
বাক্যলাপ অর্থে – তার সাথে কথা বলে বড় আনন্দ পেয়েছি।
গল্প অর্থে – অনেক দিন আগের কথা, এক দেশে এক রাজা ছিল।

করা
কাজ করা অর্থে – তাড়াতাড়ি কাজটি করে ফেল।
কানভারী অর্থে – স্বার্থ আদায়ের জন্য সে বড় সাহেবের কানভারী করছে।
গালাগালি করা অর্থে – কথায় কথায় এত মুখ কর কেন?
বশে আনা অর্থে – তাকে হাত করতে গিয়ে তো পয়সা খোয়াচ্ছ, ফল কতটুক হবে?
লালন অর্থে – পালন করা অর্থে – এ বাজারে সংসার লালন অর্থে – পালন করা বড়ই কঠিন।
ইতস্তত করা অর্থে – যা করবার করে ফেল, এত ইতস্তত কর কেন?
ভাড়া করা অর্থে – পায়ে হেঁটে এতদূর যাওয়া যাবে না, রিক্সা করে যেতে হবে।
সাহায্য করা অর্থে – ভেব না, আমি তোমাকে সাহায্য করব।

কড়া
নির্মম অর্থে – কুলি অর্থে – মজুরদের সঙ্গে কড়া আচরণ করা ঠিক না।
রন্ধনপত্র অর্থে – এত ছোট কড়ায় কাজ হবে না।
কপর্দক অর্থে – এত সম্পত্তির মালিক ছিলেন তিনি অথচ এখন এক কড়া সম্পত্তিও তার নেই।
দরজার হাতল অর্থে – দরজায় কড়া নাড়ার শব্দে তার ঘুম ভেঙে গেল।
দৃঢ় চরিত্রের অধিকারী অর্থে – অধ্যক্ষ হিসেবে তিনি বড়েই কড়া।

কাঁচা
অপক্ব অর্থে – আমটি কাঁচা হলেও বেশ মিষ্টি।
অসিদ্ধ অর্থে – কাঁচা দুধ সবার হজম হয় না।
অপূর্ণ অর্থে – আমার কাঁচা ঘুমটি ভাঙালে কেন?
অদক্ষ অর্থে – কাঁচা লোক দিয়ে বাড়ি বানিয়ো না।
অশুষ্ক অর্থে – কাঁচা কাঠে আগুন জ্বলে না।
অপরিণত অর্থে – এই শক্ত কাজের জন্য ছেলেটি বড্ড কাঁচা।
দুর্বল অর্থে – ছেলেটি অঙ্কে কাঁচা।
অপটু অর্থে – চিঠিটা কাঁচা হাতের লেখা।
অস্থায়ী অর্থে – কাপড়টির রং একেবারেই কাঁচা।
মাটির তৈরি অর্থে অর্থে – কাঁচা ঘর অর্থে – বাড়ি বন্যায় টেকে না।
কাল অর্থে – চল্লিশের উপরে বয়স অথচ চুল তার কাঁচাই রয়েছে।

কাজ
চাকরি অর্থে – দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে।
সুফল অর্থে – তোমার উপদেশে আমার বড়ই কাজ হয়েছে।
চাকরি দেওয়া অর্থে – কাজ দিয়ে আপনি আমার বড় উপকার করেছেন।
কারুকার্য অর্থে – পাথরের উপর কী অপূর্ব কাজ!

Add a Comment