একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৯

ভুল
অন্যায় অর্থে – ভুল করেছ, শাস্তি তোমাকে পেতেই হবে।
ভ্রম অর্থে – সব মানুষেরই কিছু কিছু ভুল থাকে।
খারাপ অর্থে – তোমার প্রতি আমার এতদিন ভুল ধারণা ছিল।
অযথার্থ অর্থে – ভালো কলে প্রশ্ন পড়ে নাও, ভুল উত্তর দিও না।
বিস্মৃতি অর্থে – সে আজ ভুলের অতল তলে ডুবে গেছে।

ভাব

চিন্তা অর্থে – কবিতা লেখার আগে কবিরা ভাবে মগ্ন হন।
মর্মার্থ অর্থে – কবিতাটির ভাবার্থ লেখ।
সম্প্রীতি অর্থে – এ ক্লাসের ছাত্র অর্থে – ছাত্রীদের মধ্যে যথেষ্ট ভাব রয়েছে।
অভিপ্রায় অর্থে – তোমার ভাবগতিক কিছুই বুঝতে পারছি না।
কুমতলব অর্থে – লোকটার প্রতি লক্ষ রেখ, ভাবগতিক সুবিধার মনে হচ্ছে না।
উন্মাদনা অর্থে – গান শুনতে শুনতে তোমার ভাব লাগল নাকি?


মন
মনোযোগ অর্থে – মন দিয়ে লেখাপড়া করা উচিত।
ভালো লাগা অর্থে – এত দিনে তার লেখাপড়ায় মন বসেছে।
মনোমালিন্য অর্থে – অনেক দিন যাবৎ তাদের দুই বন্ধুর মধ্যে মন কষাকষি চলছে।
ঐকান্তিকভাবে অর্থে – মনেপ্রাণে দেশকে ভালোবাসা উচিত।

মন্দ
খারাপ : মন্দ লোকের সাথে মিশতে নেই।
অসৎ : মন্দ কাজের পরিণাম ভালো হয় না।
অশুভ : লোকটি মন্দভাগ্য নিয়েই জন্মেছে।
ধীরে ধীরে : জাহাজটি মন্দ মন্দ এগুচ্ছে।
দাম কমা : শেয়ার বাজার এখন মন্দা।

মোটা
স্থূল অর্থে – এমন মোটা বুদ্ধি নিয়ে এ কাজ করা সম্ভব নয়।
উচ্চৈঃস্বর অর্থে – চাকর অর্থে – বাকরকে ডাকার সময় স্বর একটু মোটাই হয়।
প্রচুর অর্থে – মোটা অঙ্কের ধার নিয়েতো মেয়ে বিয়ে দিচ্ছ, শোধ করবে কেমনে?
বড় আকৃতি অর্থে – আমার মামা একজন মোটা লোক।
সাধারণ অর্থে – কৃষকের জন্য মোটা ভাত মোটা কাপড়ই যথেষ্ট।
খারাপ অর্থে – কাউকে মোটা কথা বলা ঠিক নয়।
অমৃসণ অর্থে – কৃষক বধূরা মোটা কাপড় পরিধান করে।

মাথা
মেধা, বুদ্ধি অর্থে – মাথা খাটিয়ে কাজ কর। (১০তম বিসিএস প্রিলিমিনারি)
আগা অর্থে – গাছের মাথায় পাখিরা বাসা করেছে।
শ্রেষ্ঠ অর্থে – বৃদ্ধিজীবীরা দেশের মাথা
মস্তক, শির অর্থে – অন্যায়ের কাছে কখনোই মাথা নোয়াবে না।
শিরঃপীড়া অর্থে – হঠাৎ করে খুব মাথা ধরেছে।
ফাঁকি দেওয়া অর্থে – কার মাথায় হাত বুলিয়েছ? (২৪তম বিসিএস প্রিলিমিনারি)
মস্তক : তার মাথায় অনেক চুল।
প্রধান : তিনি এ গাঁয়ের মাথা।
প্রণাম : ‘ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।’
সংযোগস্থলে : রাস্তার চৌমাথায় আমাদের বাড়ি।
পরিশ্রমে : শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে।
বুঝতে পারা : অঙ্কটি আমার মাথায় ঢুকছে না।

Add a Comment