অন্যান্য ভাষার শব্দ
|(১) গুজরাটি: খদ্দর, হরতাল ইত্যাদি।
গ্রিক শব্দঃ কোণ, কেন্দ্র, দাম। (২৭তম বিসিএস প্রিলিমিনারি)
(২) পাঞ্জাবি: চাহিদা, শিখ ইত্যাদি।
(৩) তুর্কি: চাকর, চাকু, কুলি, বাবুর্চি, আলখাল্লা, কোর্মা, খাতুন, লাশ, তোপ, উজবুক, (৩১তম বিসিএস প্রিলিমিনারি) উর্দু, কাঁচি, (২৪তম বিসিএস প্রিলিমিনারি) চকমক, মুচলেকা, সওগাত, দারোগা, বাবা (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) ইত্যাদি।
(৪) চিনা: চা, চিনি, (১২তম বিসিএস প্রিলিমিনারি) লিচু, এলাচি, সাম্পান(চীনে সাঙপাঙ- এক প্রকার ক্ষুদ্র নৌকা) ইত্যাদি।
(৫) মায়ানমার (বার্মিজ): ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি।
(৬) জাপানি: রিক্সা, হারিকিরি, প্যাগোডা, সুনামী, ক্যারাটে, হাস্নাহেনা, নিপ্পন ইত্যাদি।