অনু/অনূ
|আমরা জানি সন্ধির নিয়মে উ/ঊ এর যেকোন কম্বিনেশনে ঊ-কার হয়। আবার উ+অ=ব (অন্তঃস্থ ব) হয়। এখন নিচের বানানগুলো দেখা যাক।
অনূঢ় = অবিবাহিত। [সং. অন্(নঞ্) + ঊঢ়]।
অনূদিত= অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত; [সং. অনু + √বদ্ + ত]। লক্ষ্য করুন ‘অনুবাদ’ শব্দে উ-কার। কিন্তু ‘ব’ কে ভেঙ্গে যখন উ+অ করা হল তখন সন্ধির নিয়মে ‘অনূদিত’।
অনূপ = জলময় স্থান; জলা; বিল। [সং. অনু + (উপ্) + অ-সমাসান্ত]। কিন্তু অনুপম/তুলনাহীন অর্থে বানানটি হবে ‘অনুপ’। অনুপ=নেই উপমা যার।
অনূরু = উরু নেই এমন; ঊরুহীন। [সং. ন + ঊরু]।
অনূর্ধ্ব = যার চেয়ে ঊর্ধ্ব নেই; অনধিক; উঁচু নয় এমন। [সং. ন (অন্) + ঊর্ধ্ব]।
বাকি সকল ‘অনু’ যুক্ত শব্দে উ-কার হবে। যেমন- অনুত্তর, অনুদার , অনু-দৈর্ঘ্য, অনু-ধাবন, অনুপাত, অনুপ্রবেশ, অনুপ্রাস, অনুবন্ধ ইত্যাদি।