BCS-Solution

সমার্থক শব্দ

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়। কবিতায় এর প্রয়োগ বেশি। এখানে কতগুলো সমার্থক শব্দের উদাহরণ দেওয়া হলো:

অন্ধকার আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম।

অখন্ড সম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক।

অগ্নি (৩৯, ৩৭, ৩৩তম বিসিএস প্রিলিমিনারি) অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।

অতনু মদন, অনঙ্গ, কাম, কন্দর্প।

আপণ দোকান, বিপণী, পণ্যগৃহ, পণ্য বিচিত্রা, পণ্যশালা।

আকাশ আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ।

আলোক আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা।

ইচ্ছা আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা।

ইন্তেকাল ইহলীলা-সংবরণ, ইহলোক ত্যাগ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া, দেহত্যাগ, পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তরগমন, শেষ নিঃশ্বাস ত্যাগ, স্বর্গলাভ।

ঈশ্বর আল্লাহ, খোদা, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা।

ঋজু সোজা, অবক্র, সরল, অকপট।

কুহক মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছলনা, ছল।

কপাল ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক।

কোকিল পরভৃত,পিক, বসন্তদ।

কন্যা মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া।

কবুতর পারাবত, কপোত, পায়রা, নোটন, লোটন, প্রাসাদকুক্কুট।

কান – কর্ণ, শ্রবণ।

গরু গো, গাভী, ধেনু।

ঘোড়া অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম।

ঘর গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান।

চক্ষু চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়।

চন্দ্র চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত,মৃগাঙ্ক, রজনীকান্ত।

চুল চিকুর, কুন্তল, কেশ, অলক।

জননী মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী।

দিন দিবা, দিবস, দিনমান।

দীন দরিদ্র, কাতর, হীন, অভাবগ্রস্থ, অভাবযুক্ত, গরীব।

দেবতা অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর।

দ্বন্দ্ব বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ।

ধন অর্থ, বিত্ত, বিভব, সম্পদ।

তীর কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা।

নারী রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী।

নদী তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, কল্লোলিনী, স্রোতস্বতী, গাঙ, সরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী।

নৌকা নাও, তরণী, জলযান, তরী।

পণ্ডিত বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ।

পদ্ম কমল, উৎপল,সরোজ, পঙ্কজ,নলিন, শতদল,রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ,ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ।


পৃথিবী ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল, অদিতি। (৩১তম বিসিএস প্রিলিমিনারি)

পর্বত শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র।

পান বিক্রেতাঃতাম্বুলি, তাম্বুলিক, পর্ণকার, বারুই (যারা পান উৎপাদন ও বিক্রয় করে)। (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

পানি জল (৩৫তম বিসিএস প্রিলিমিনারি) , বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।

পুত্র তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন।

পত্নী জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী।

পাখি পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ।

পিতা – আব্বা, জনক, বাবা।

ফুল পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন।

বৃক্ষ গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ। (৩২তম বিসিএস প্রিলিমিনারি)

বন অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন

বায়ু বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মরুত, গন্ধবহ। (৩২তম বিসিএস প্রিলিমিনারি)

বিদ্যুত বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা।

মানুষ মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর।

মাটি ক্ষিতি, মৃত্তিকা।

মেঘ জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর

ময়ুর শিখী, শিখণ্ডী, (৩১তম বিসিএস প্রিলিমিনারি) কলাপী, বহী।


রাজা নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ, নরেন্দ্র।

রাত রাত্রি,রজনী, নিশি, যামিনী, শর্বরী,বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা,ত্রিযামা।

শরীর দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব।

সর্প সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক।

স্ত্রী পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধ।

স্বর্ণ সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ।

স্বর্গ দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্ন।

সাহসী অভীক,নির্ভীক।

সাগর সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।

সূর্য রবি, সবিতা,দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক (৩৮তম বিসিএস প্রিলিমিনারি) ,ভানু, তপন, আদিত্য, (১১তম বিসিএস প্রিলিমিনারি) ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, আফতাব (৩০তম বিসিএস প্রিলিমিনারি)

লাল লোহিত,রক্তবর্ণ।

ঢেউ তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ

হাত কর, বাহু, ভুজ, হস্ত, পাণি।

হস্তী হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ

Exit mobile version