BCS-Solution

শব্দগঠন

বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন উপায়ে গঠিত শব্দ দিয়ে। এ সকল শব্দকে সাধিত বলে। সাধিত শব্দ নিম্নোক্ত উপায়ে গঠিত হয়ে থাকে।
১. প্রকৃতি প্রত্যয় যোগে
২. উপসর্গ যোগে
৩. সমাসের মাধ্যমে
৪. সন্ধির সাহায্যে
৫. দ্বিরুক্ত শব্দ যোগে
৬. পদ পরিবর্তনের মাধ্যমে
৭. ধাতু থেকে নতুন শব্দ গঠন
৮. বাগধারা
৯. বিভক্তি যোগে
১০. পদাশ্রিত নির্দেশকযোগে শব্দ গঠন

Exit mobile version