BCS-Solution

বুদ্ধির মুক্তি আন্দোলন

ঢাকায় ১৯২৬ সালে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। এই সমাজ তাদের মুখপত্র হিসেবে শিখা নামে একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। এই সমাজের কার্যক্রম বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিতি লাভ করে।

মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে। তাঁদের মধ্যে ছিলেন কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ। তাঁরা ছিলেন যুক্তিবাদী, প্রগতিশীল, অসাম্প্রদায়িক। মুসলমানদের কুসংস্কার থেকে মুক্ত হয়ে যুক্তি ও জ্ঞানের রাজ্যে আহ্বান করাই ছিল এই গোষ্ঠীর মূল লক্ষ্য।

শিখা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে (চৈত্র, ১৩৩৩)। পৃষ্ঠা ১৪৪, দাম ৮ আনা। ছাপা হয় ১০০০ কপি। প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন। বছরে একটি হিসেবে ৫ সংখ্যা বের হওয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। শিখা মুসলিম সাহিত্য সমাজের সারা বছরের সব কর্মকাণ্ড সম্পর্কে সংবাদ প্রকাশ করত।

Exit mobile version