পত্র-পত্রিকা ও সম্পাদকীয়

বাংলা সাহিত্যের অগ্রযাত্রায় বিভিন্ন পত্র-পত্রিকা বিভিন্ন সময় বিশেষ ভূমিকা পালন করেছে। ভাষার উন্নয়নে নিরলস কাজ করেগেছেন এ সকল পত্রিকার সম্পাদকগণ ও লেখকগণ। এর সকল পত্রিকার মাধ্যমে নব নব লেখকরা তাদের লেখনি প্রকাশ করে পররর্তীতে বাংলা সাহিত্যের উচ্চাসনে সমাসীন হয়েছেন।
এসকল পত্রিকায় নতুন গল্প, উপন্যাস, কবিতা যেমন প্রকাশিত হয়েছে। তেমনি সাহিত্য সমালোচনা ও প্রকাশ হয়েছে। আর তাতে শুধু গঠনমূলক সমালোচনাই ছিল না, অনেক সময় ভিন্নমনা দুটি গ্রুপের দুটি পত্রিকা একে অপরের সমালোচনাও করেছে।
যেসকল পত্রিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ন, সেগুলো আলাদা করে পোস্ট দেওয়া হল। অন্যগুলোর সম্পাদকের নাম ও প্রকাশ কাল সহ একটি তালিকা দেওয়া হল।

সম্পাদক ও পত্রিকার তালিকা। কয়েকটি বিশেষ পত্র-পত্রিকা ও সম্পাদকীয়।

নিচের পত্রিকাগুলো বাংলা সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা এগুলো কোন না কোনভাবে আলোচিত হয়েছে।
কবিতা
কল্লোল
কাঙাল হরিনাথ (হরিনাথ মজুমদার)
ক্রান্তি
জ্ঞানান্বেষণ
তত্ত্ববোধিনী পত্রিকা
দিগদর্শন (১৮১৮)
দি বেঙ্গল গেজেট
বঙ্গদর্শন
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা
বেঙ্গল গেজেট
শনিবারের চিঠি
শিখা
সংবাদ প্রভাকর
সমাচার দর্পণ
সম্বাদ কৌমুদী
সুধাকর
সোমপ্রকাশ

সম্পাদক ও পত্রিকার তালিকা। কয়েকটি বিশেষ পত্র-পত্রিকা ও সম্পাদকীয়।

Add a Comment