সপ্তাহের সাধারণ জ্ঞান: ১০ ফেব্রুয়ারি, ২০১৯

বরাবরের মত এ সপ্তাহেও প্রথম আলো থেকে এ সপ্তাহের আলোচিত সাধারণজ্ঞান তুলে দেওয়া হয়। ৪০তম বিসিএস প্রিলিমিনারির(40th BCS Preliminary)তে কাজে লাগবে বলে আশা করা যায়।

• বাংলাদেশের কোন নদকে লিগ্যাল পারসন বা জীবন্ত সত্তা ঘােষণা করেছেন হাইকোর্ট? উত্তর : তুরাগ নদকে।

• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহে কোন দেশের সঙ্গে চুক্তি করা হয়েছে? উত্তর : রাশিয়া।

• যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আইএনএফ (ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সের্স) চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর : ১৯৮৭ সালে।

• বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে? উত্তর : কে জি মুস্তাফা (তিনি ডাকটিকিটেরও নকশাকার)।

• বাংলাদেশে টাকার জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর : ঢাকার মিরপুরে।
• এ বছরের একুশে বইমেলার থিম কী? উত্তর : বিজয় : ১৯৫২ থেকে ১৯৭১ এবং নবপর্যায়।

• ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর : খাজা নাজিমুদ্দিন।

• ইয়াহিয়া খানের দানব মূর্তির পােস্টার ‘এই জানােয়ারদের হত্যা করতে হবে’ কে এঁকেছিলেন? উত্তর :পটুয়া কামরুল হাসান।

• এবারের এশিয়ান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর :কাতার (আয়ােজক আরব। আমিরাত)।

• সামাজিক যােগাযােগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ কততম? উত্তর :১২তম।

• বিশ্বের কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত? উত্তর :দক্ষিণ-পূর্ব এশিয়া (শীর্ষে ফিলিপাইন)।

• রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে গঠিত হয়েছিল? উত্তর : ১৯৭৩ সালে।

• বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সালের? উত্তর : ২০০৯ সালের।

• কোন প্রাণীটি নিপাহ ভাইরাসের বাহক? উত্তরঃ বাদুর

• টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) কতগুলাে লক্ষ্য এবং সময়সীমা কত সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? উত্তর : ১৭টি লক্ষ্য, ২০৩০ সাল পর্যন্ত।

• টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পর্যালােচনা প্রতিবেদন অনুযায়ী দেশে কত শতাংশ তরুণ কিছুই করছেন না? উত্তর : ৩০ শতাংশ।

• ২০০৮ সালের আর্থিক সংকটের সময় বা এরপর যে তরুণেরা কর্মজীবনে
প্রবেশ করেছিলেন অথচ তারা এখনাে সেই দুরবস্থা থেকে বেরােতে পারেননি, তাঁদের কী নামে আখ্যায়িত করা হয়েছে? উত্তর :সহস্রাব্দের প্রজন্ম।

• দেশে প্রথমবারের মতাে প্রণীত ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা’ – তে কতটি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলা হয়েছে? উত্তর : ১৫টি।

ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে কাদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়? উত্তর : যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের নিচে।

• কারা বাংলায় একসময় বর্গি নামে পরিচিত ছিল? উত্তর : মারাঠারা।

• বিশ্ব ক্যানসার দিবস কবে পালিত হয়? উত্তর : ৪ ফেব্রুয়ারি।

• মন্টেভিডিও কোন দেশের রাজধানীর নাম? উত্তর : উরুগুয়ে।

• লিমা গ্রুপভুক্ত দেশ কয়টি? উত্তর : ১৪টি।

• এবারের নিরাপদ ইন্টারনেট দিবসের প্রতিপাদ্য কী ছিল? উত্তর : সবার জন্য নিরাপদ ইন্টারনেট।

• জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্যমতে দেশে কত শতাংশ ছেলে ও মেয়ে ইন্টারনেট ব্যবহার করে? উত্তর : ৬৩ শতাংশ ছেলে ও ৪৮ শতাংশ মেয়ে (৮১ শতাংশ শিশুর ফেসবুক অ্যাকাউন্ট আছে)।

গ্রন্থনা : মাহবুব আলম

Add a Comment