বিসিএস প্রিলিমিনারিতে এখান থেকে তেমন কোন প্রশ্ন আসেনি। তবে বাংলাদেশ বিষয়াবলীতে এখান থেকে বীরশ্রেষ্ঠদের নাম লিখতে বলা হয়েছে কয়েকবার। টপিকটি বিসিএস ভাইভার ( BCS Viva) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিসিএস ভাইভা দিবেন তারা অবশ্যই এখান থেকে বিস্তারিত পড়বেন।

বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।

গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল – বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ সাতজনের নাম নিম্নরূপ-

  1. বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
  2. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
  3. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  4. বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
  5. বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
  6. বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
  7. বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ




বাংলাদেশের সূর্য সন্তানদের সংক্ষিপ্ত পরিচিতি নিচের টেবিলে দেওয়া হল। এছাড়াও অতিরিক্ত জানার জন্য ‘বিস্তারিত’ নামে লিঙ্ক দেওয়া হল-

নামজেলাসেক্টরকর্মস্থলপদবিসমাধিস্থলবিস্তারিত
মতিউর রহমাননরসিংদী বিমানবাহিনীফ্লাইট লেফটেন্যান্টশহীদ বুদ্ধিজীবী গোরস্থানবিস্তারিত
মোস্তফা কামালভোলা২ নংসেনাবাহীনিসিপাহীব্রাহ্মণবাড়িয়াবিস্তারিত
মহিউদ্দিন জাহাঙ্গীরবরিশাল৭ নংসেনাবাহিনীক্যাপ্টেনচাঁপাইনবাবগঞ্জবিস্তারিত
হামিদুর রহমানঝিনাইদহ৪ নংসেনাবাহিনীসিপাহীশহীদ বুদ্ধিজীবী গোরস্থানবিস্তারিত
নূর মোহাম্মদ শেখনড়াইল ৮ নংইপিআরল্যান্স নায়েকযশোরবিস্তারিত
রুহুল আমিননোয়াখালী১০ নংনৌবাহিনীস্কোয়াড্রন ইঞ্জিনিয়ারখুলনাবিস্তারিত
আব্দুর রউফফরিদপুর ১ নংইপিআরল্যান্স নায়েকরাঙামাটিবিস্তারিত

তথ্যকণিকায় বীরশ্রেষ্ঠগণ

  • প্রথম শহীদ হন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
  • মোস্তফা কামালের জন্ম ১৬ ডিসেম্বর, ১৯৪৭
  • ৭ মার্চ, ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর।
  • সমাধি বা দেহবশেষ স্থানান্তর করা হয় হামিদুর রহমানের(ভারতের ত্রিপুরা থেকে) ও মতিউর রহমানের(পাকিস্তান থেকে)।
  • দুজনারই নতুন সমাধিস্থল ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।
  • কর্ম জীবনের শুরুতে মুজাহিদ বাহিনীতে যোগ দিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ ও হামিদুর রহমান
  • দুটি সেক্টরে যুদ্ধ করেন মোহাম্মদ রুহুল আমিন প্রথমে ২ নং পরে নৌবাহিনীদের নিয়ে গঠিত ১০ নং সেক্টরে।
  • মোহাম্মদ রুহুল আমিনকে রাজাকারের দল বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।