উত্তর আমেরিকা পৃথিবীর উত্তর গোলার্ধে ও প্রায় সম্পূর্ণ পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ। একে কখনো কখনো আমেরিকার উত্তর উপমহাদেশও ধরা হয়। মহাদেশটি উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয়ান সাগর পরিবেষ্টিত।

উত্তর আমেরিকার প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম হল ইংরেজি, স্পেনীয় এবং ফরাসি। ২০১২ সালের পিউ রিসার্চ সেন্টারের জরিপানুযায়ী উত্তর আমেরিকার সর্ববৃহৎ ধর্ম খ্রিষ্টান। উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, ৩১৮.৪ মিলিয়ন জনসংখ্যা নিয়ে প্রধান জনবহুল দেশ। দ্বিতীয় জনবহুল দেশ মেক্সিকো (জনসংখ্যা প্রায় ১১২.৩২ মিলিয়ন) অন্যদিকে কানাডা তৃতীয় (জনসংখ্যা ৩২.৬২ মিলিয়ন)।

ক্রমিক দেশের নাম রাজধানী মুদ্রা
১।যুক্তরাষ্ট্রওয়াশিংটন ডিসিডলার
২।কানাডাঅটোয়াডলার
৩।মেক্সিকোমেক্সিকো সিটিনিউ পেসো
৪।এল সালভাদরসান সালভাদরকোলেন
৫।কোস্টারিকাসানজোসেকোলেন
৬।গুয়েতেমালাগুয়েতেমালা সিটিকুয়েটজাল
৭।নিকারাগুয়ামানাগুয়াকরডোবা
৮।পানামাপানামা সিটিবালবোয়া
৯।হন্ডুরাসতেগুচিগালপালেম্পিরা
১০।এন্টিগুয়া ও বারমুডাসেন্ট জোনসডলার
১১।কিউবাহাভানাপেসো
১২।গ্রানাডা / গ্রেনাডাসেন্ট জর্জেসডলার
১৩।জ্যামাইকাকিংসটনডলার
১৪।ডোমিনিকারোসিয়াউডলার
১৫।ডোমিনিকান রিপাবলিকসেন্ট ডোমিনিগোপেসো
১৬।ত্রিনিদাদ ও টোবাগোপোর্ট অব স্পেনডলার
১৭।বারবাডোজ / বার্বাডোস ব্রিজটাউনডলার
১৮।বাহামা দ্বীপপুঞ্জনাসাউডলার
১৯।বেলিজবেলমোপানডলার
২০।সেন্টকিটস / সেন্ট কিট্‌স ও নেভিসবাসটেরে / বাসেতেরেডলার
২১।সেন্ট ভিনসেন্টকিংসটাউনডলার
২২।সেন্ট লুসিয়াকাস্ট্রিডলার
২৩।হাইতিপোর্ট অব প্রিন্স / পর্তোপ্রাঁসগুর্দে
২৪।অ্যাঙ্গুইলাদ্যা ভ্যালিডলার
২৫।কেইম্যান দ্বীপপুঞ্জজর্জটাউনকিড
২৬।পুয়ের্তো রিকোসানজুয়ানডলার
২৭।বারমুডাহ্যামিলটনডলার