‘সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

  • বলাকা
  • সোনার তরী
  • চিত্রা
  • পুনশ্চ

পঙক্তিটি কবি গুরু রচিত বলাকা কাব্য গ্রন্থের বলাকা নামক কবিতার প্রথম চরণ। এখানে- সন্ধ্যারাগ- সূর্য অস্তমিত হওয়ার পর রক্তিম আলোকচ্ছটা। ঝিলিমিলি- তরঙ্গায়িত উজ্জ্বলতার ভাব। ঝিলম(ঝিল)- বিলের চেয়ে ছোট পুকুর জাতীয় লম্বা জলাশয়। এবার কবিতার লাইনটির অর্থ আপনারা করে নেন।