সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • পদক্রম
  • বাক্য প্রকরণ

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ঃ সন্ধি, ণ-তত্ব ও ষ-ত্ব বিধান, ধ্বনির উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রণালি, ধ্বনির পরিবর্তন ইত্যাদি।শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, কারক ও বিভক্তি, বচন, সমাস, লিঙ্গ ইত্যাদি শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচনা করা হয়।বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়গুলো হল- পদবিন্যাস, বাক্যরীতি, বাক্য বিন্যাস, বাচ্য পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন ইত্যাদি।