শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-

  • ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
  • যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
  • স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
  • ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

ক অপশনের প্রথম দুটি ভুল সঠিক বানান ভবিষ্যৎ, ভৌগোলিক- ভূগোল থেকে ভৌগোলিক।খ. বিসর্গ সন্ধির নিয়মে যশোলাভ, সদ্যোজাত। সংস্কৃত স্বরসন্ধির নিয়মে সংবর্ধনা ।গ. স্ব+আয়ত্ত+ শাসন =স্বায়ত্তশাসন, অভি + অন্তর = অভ্যন্তর = ভিতর, মধ্য; অন্তর, মধ্যবর্তী স্হান (দেশের অভ্যন্তর, গৃহাভ্যন্তর)। আভ্যন্তর= অভ্যন্তরে বা ভিতরে থাকে এমন, অন্তর্গত। [সং. অভ্যন্তর + অ ]ঘ. ঐকতান, কেবল বা মাত্র যেকোন একটি ব্যবহারই যথেষ্ট, সংস্কৃত স্বরসন্ধির নিয়মে উপর্যুক্ত ।