রূপসী বাংলার কবি-

  • জসীমউদ্দীন
  • জীবনানন্দ দাশ
  • কালিদাস রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত

জীবননান্দ দাশ প্রধানত আধুনিক জীবনচেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে কবি নিমগ্নচিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। তাই তাঁকে রূপসি বাংলার কবি বলা হয়। জসীমউদ্দীনঃ পল্লি কবি। সত্যেন্দ্রনাথ দত্তঃ ছন্দের জাদুকর। কালিদাস রায়ঃ সংস্কৃত ভাষার কবি।