যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য?

  • সরল
  • জটিল
  • যৌগিক
  • অনুজ্ঞামূলক

মিশ্র বা জটিল বাক্যগুলো তে,যা-তা, যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যেমন-তেমন,যেইনা-অমনি, যেহেতু-সেহেতু/সেজন্য, যদি-তবে, সে-যে, যেই-সেই, যখন-তখন, যদিও, তাহলে, তাহা হইলে ইত্যাদি যুক্ত থাকে।