মৌলিক শব্দ কোনটি?

  • গোলাপ
  • শীতল
  • নেয়ে
  • গৌরব

যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন – গোলাপ, নাক, লাল, তিন। সং. শীতল= শীত + ল সং. গৌরব = গুরু + অ বাং. √নাহ্ (< সং √স্না) + আ = নাওয়া= গোসল করা, সেখান থেকে, নেয়ে= গোসল করে। নেয়ে ওঠা= স্নান করে ওঠা।