মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

  • নাইজেরিয়া
  • লেবানন
  • নাইজারনুমো
  • উগান্ডা

পশ্চিম আফ্রিকার কয়েকটিদেশ যেমন উগান্ডা- এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয় কিন্তু OIC এর সদস্য। উগান্ডার ২০১৪ সালের আদমশুমারি অনুসারে মোট জনসংখ্যার ১৪% মুসলিম। আবার অনেক দেশ আছে যেগুলোতে তুলনামূলক অনেক মুসলান বসবাস করলেও OIC এর সদস্য নয়। যেমন- ভারত ও ইথিওপিয়া। মুসলিম বসবাসকারী আরও কিছু দেশ আছে যেগুলো সংস্থাটির পর্যবেক্ষক হিসাবে আছে যেমন- বসনিয়া, রাশিয়া, থাইল্যান্ড।