মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?

  • নটির পূজা
  • বেহুলা গীতাভিনয়
  • নবীন তপস্বিনী
  • কৃষ্ণকুমারী

মীর মশাররফ হোসেনের নাটক: জমীদার দর্পণ, নিয়তি কি অবনতি, বেহুলা গীতাভিনয়( গদ্যে পদ্যে রচিত), বসন্তকুমারী ইত্যাদি। নটির পূজা- রবীন্দ্রনাথ রচিত ও তাঁর পরিচালনায় একমাত্র নাটক। নবীন তপস্বিনী- দীনবন্ধু মিত্র। কৃষ্ণকুমারী- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।