‘মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-

  • জটিল বাক্য
  • যৌগিক বাক্য
  • সরল বাক্য
  • মিশ্র বাক্য

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। বাক্যগুলো যেহেতু-সেহেতু/সেজন্য ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। এখানে অনুহ্য। কেউ তার চুল বেঁধে দেয়নি- স্বাধীন বাক্যাংশ। মা ছিলনা বলে- আশ্রিত বাক্যাংশ।