বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?

  • সেলিম আল দীন
  • মমতাজ উদদীন আহমদ
  • আব্দুল্লাহ আল মামুন
  • রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত; বঙ্গন্ধুর বক্তৃতা, বিবৃতির একটি ইংরেজি সংকলন সম্পাদনা করে দিল্লী থেকে প্রকাশ করেন।অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে এখনও ক্রীতদাস, কোকিলারা.মমতাজ উদদীন আহমদ মূলত নাট্যকার ও অভিনেতা হিসেবে খ্যাতিমান। উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুম্বারের পালা, বকুলপুরের স্বাধীনতা, সাত ঘাটের কানাকড়ি; কি চাহে শংখচিলসেলিম আল দীন বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তন করেন ও বাংলা নটকের উন্নয়নের বিশেষ ভূমিকা রাখেন, এজন্য অনেকেই তাঁকে ‘নাট্যাচার্য‘ হিসাবে সম্বন্ধন করেন।