বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  • আলমগীর কবির
  • খান আতাউর রহমান
  • হুমায়ন আহমেদ
  • সুভাষ দত্ত

মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক আলমগীর কবির। এটি নির্মিত হয় ১৯৭৩ সালে।হুমায়ন আহমেদ এর মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র 'আগুনের পরশমণি' এবং উপন্যাস - আগুনের পরশমণি ও শ্যামল ছায়া।খান আতাউর রহমান পরিচালিত চলচিত্র 'জীবন থেকে নেয়া', 'সুজন সখী', 'এখনো অনেক রাত (মুক্তিযুদ্ধ ভিত্তিক)'সুভাষ দত্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ১৯৭৭ সালে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস '২৩ নম্বর তৈলচিত্র' অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন- তা আজো