বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

  • চট্টগ্রাম
  • সিলেট
  • ঢাকা
  • রাজশাহী

সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ দেশ বলা হয়। হযরত শাহজালাল (রঃ) ১৩০৩ ইংরেজী সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন ৩৬০জন। এজন্য সিলেটিকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়। উল্লেখ থাকে যে চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয়।