‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?

  • মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • রামরাম বসু
  • গোলকনাথ শর্মা
  • রাজীব লোচন মুখোপাধ্যায়

মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার (১৭৬২ – ১৮১৯) ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম হেড পণ্ডিত। তিনি একাধিক পাঠ্যপুস্তক রচনা করেন। তাঁকে বাংলা গদ্যের প্রথম ‘সচেতন শিল্পী’ মনে করা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ i. বত্রিশ সিংহাসন(১৮০২) ii. হিতোপদেশ(১৮০৮) iii. রাজাবলী(১৮০৮) iv. বেদান্ত চন্দ্রিকা(১৮১৭) v. প্রবোধচন্দ্রিকা(১৮১৩)