প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

  • উৎকর্ষতা
  • উৎকর্ষ
  • উৎকৃষ্ট
  • উৎকৃষ্টতা

উৎ + √কৃষ্ + ত = উৎকৃষ্ট , এটি বিশেষণ, তাই এর সাথে 'তা' প্রত্যয় যোগ করে বিশেষ্য করা যায় যথা- উৎকৃষ্টতা। উৎ + √কৃষ্ + অ = উৎকর্ষ, এটি বিশেষ্য, তাই আবার 'তা' প্রত্যয় যোগ করে বিশেষ্য বানাতে গেলে ভুল হবে। তাই উৎকর্ষ ও উৎকৃষ্ট দুটোই ঠিক।