“পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • মীর মোশাররফ হোসেন
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উক্তিটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' থেকে নেওয়া হয়েছে। রোমান্টিক উপন্যাস হিসাবে বাংলা সাহিত্যে কপালকুণ্ডলার স্থান অতি উচ্চ। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারের উদ্দেশ্যে এ কথাটি বলেন।