নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

  • ঘোড়াকে চাবুক মার
  • ডাক্তার ডাক
  • গাড়ি স্টেশন ছেড়েছে
  • মুষলধারে বৃষ্টি পড়েছে

  1. ঘোড়াকে চাবুক মার - করণ কারকে শূন্য বিভক্তি।
  2. ডাক্তার ডাক - কর্ম কারকে শূন্য বিভক্তি।
  3. গাড়ি স্টেশন ছেড়েছে কর্ম কারকে শূন্য বিভক্তি। এ বাক্যে 'স্টেশন' শব্দটির কারক হবে অপাদানে শূন্য।
  4. মুষলধারে বৃষ্টি পড়েছে। এটি ক্রিয়া বিশেষণ এর কোন কারক নেই।